News71.com
 International
 09 Aug 20, 08:26 PM
 295           
 0
 09 Aug 20, 08:26 PM

করোনার মন্দা মোকাবিলায় ইতালিতে চালু হচ্ছে ক্রুজ শিপ॥

করোনার মন্দা মোকাবিলায় ইতালিতে চালু হচ্ছে ক্রুজ শিপ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে ১৫ আগস্ট থেক চালু হচ্ছে ক্রুজ শিপ। করোনা মহামারীর মধ্যে দেশের পর্যটন খাতে কিছুটা স্বস্তি ফেরাতে নেয়া হচ্ছে এ উদ্যোগ। সম্প্রতি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। কন্তে জানান, ক্রুজ শিপের পাশাপাশি বাণিজ্য মেলাও স্বল্প পরিসরে চালু করা হবে। সেপ্টেম্বর থেকে বড় পরিসরে বাণিজ্য মেলা শুরু হবে। নতুন এ উদ্যোগ দেশের অর্থনীতিতে ১০ হাজার কোটি ইউরো যোগ করবে।কর্মসংস্থান আর ব্যবসা নিরাপদ রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।মহামারীতে অনেক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেশের রেস্টুরেন্ট আর ফার্মগুলো যেন ক্ষতি পুষিয়ে নিতে পারে, সেজন্য ৭২ কোটি ডলারের প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। দেশের নাগরিক আর ব্যবসার সুবিধার্থে কর পরিশোধের সময়সীমাও বাড়বে।করোনা ভাইরাসে দেশটিতে রোববার (৯ আগস্ট) দুপুর পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ৩৫ হাজার ২০৩ জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন