News71.com
 International
 06 Aug 20, 11:21 AM
 272           
 0
 06 Aug 20, 11:21 AM

ছেলেকে জেল থেকে ছাড়াতে ৩৫ ফুট লম্বা গর্ত খুঁড়লেন এক মা!

ছেলেকে জেল থেকে ছাড়াতে ৩৫ ফুট লম্বা গর্ত খুঁড়লেন এক মা!

আন্তর্জাতিক ডেস্কঃ ঘটনাটি যেন সিনেমাকেও হার মানায়। সন্তান যত বড় অপরাধীই হোক না কেন মায়ের কাছে সে সবসময়ই বিশেষ। ইউক্রেনে একমাত্র ছেলেকে জেল থেকে পালানোয় সহযোগিতা করতে ৫১ বছরের এক নারী অসম্ভবকে সম্ভব করলেন যেন। তবে শেষ রক্ষা হলো না আর।  খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হয় তার ছেলের। সেই ছেলেকে জেল থেকে পালাতে সাহায্য করতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললেন মা। ৩৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া সুড়ঙ্গ খুঁড়ে ফেললেন তিনি। ছেলের জেল হওয়ার পর। জেলের কাছেই একটি বাড়ি ভাড়া নেন ওই ৫১ বছর বয়সী নারী। সারাদিন তিনি ঘরের মধ্যেই থাকতেন। যাতে আশপাশের লোক নতুন প্রতিবেশীর সঙ্গে আলাপ পরিচয় না করতে আসে।  আর রাতে সবাই ঘুমিয়ে পড়লে সাইলেন্সর লাগানো ইলেকট্রিক স্কুটার দিয়ে মাটি খোঁড়ার কাজ করতেন তিনি। রাতেই সেই মাটি সরিয়ে ফেলতেন। কারো যাতে সন্দেহ না হয়, তাই রাতে সুড়ঙ্গ খুঁড়তেন তিনি। জেলের মাঠ পর্যন্ত পৌঁছে গিয়েছিল তার সুড়ঙ্গ। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের কাছে ধরা পড়ে যান ইউক্রেনের এই নারী। তাকেও গ্রেফতার করেছে ইউক্রেন পুলিশ। তবে ছেলের জন্য মায়ের এই কাজ দেখে অবাক সকলে। অনেকেই এটাকে বড় অপরাধ হিসেবে না দেখে মাতৃত্বের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে সোস্যাল মিডিয়াতে সরব হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন