News71.com
 International
 03 Jul 20, 11:07 PM
 361           
 0
 03 Jul 20, 11:07 PM

চীনের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী তকমা ভিত্তিহীন॥ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বেজিং

চীনের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী তকমা ভিত্তিহীন॥ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বেজিং

আন্তর্জাতিক ডেস্ক: লাদাখে গিয়ে নাম না করেই চিনকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরোক্ষে বেজিংকে তুলোধোনা করে তিনি বলেন, ‘সাম্রাজ্যবাদের দিন শেষ, এখন বিকাশবাদের যুগ চলছে।’ তা, নাম না করলেও ইঙ্গিত বুঝে উঠতে চিনের বিশেষ বেগ পেতে হয়নি। তারপরই মোদির মন্তব্যের বিরোধিতা করেছে কমিউনিস্ট দেশটি। এদিন, নয়াদিল্লিতে চিনা দূতাবাসের মুখপাত্র জি রং একটি বিবৃতিতে বলেন, “১৪টির মধ্যে ১২টি প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সীমান্ত চিহ্নিত করেছে চিন৷ সীমান্তকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার বন্ধনে পরিণত করা হয়েছে৷ বেজিংকে সাম্রাজ্যবাদী বলা ভিত্তিহীন৷ এটা চিনের সঙ্গে তাদের প্রতিবেশীদের বিবাদকে অতিরঞ্জিত করে দেখানো ছাড়া আর কিছুই নয়৷”


সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ফুট উঁচুতে অবস্থিত ছাউনিতে সেনাকর্তা ও জওয়ানদের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ কাকভোরে উত্তেজনার আবহেই আকস্মিক লাদাখে পৌঁছন প্রধানমন্ত্রী। লেহ থেকে সেনার চপারে করে নিমুতে ফরোয়ার্ড পোস্টে পৌঁছন মোদি। তাঁর সঙ্গী ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও ভারতের সেনাপ্রধান মনোজমুকুন্দ নারাভানে। এদিন সেনাছাউনিতে সেনা, বায়ুসেনা এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের আধিকারিক ও জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। লাদাখে উত্তেজনার পরিস্থিতিতে জওয়ানদের মনোবল বাড়ান মোদি। তাৎপর্যপূর্ণভাবে লাদাখে নিজের ভাষণে প্রধানমন্ত্রী সাফ করে দেন যে গালওয়ান উপত্যকা ভারতের অংশ। সেদিকে নজর দিলে জবাব কীভাবে দিতে হয় তা ভারত জানে। সেই বার্তাও স্পষ্ট পৌঁছে গিয়েছে বেজিংয়ের কানে। তাই এই তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাল কমিউনিষ্ট শাসিত দেশটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন