News71.com
 International
 03 Jul 20, 10:49 PM
 398           
 0
 03 Jul 20, 10:49 PM

পুরো মন্ত্রিপরিষদ সাথে নিয়ে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী॥

পুরো মন্ত্রিপরিষদ সাথে নিয়ে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ মন্ত্রিপরিষদসহ সদলবলে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ্পি। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এরই মাঝে ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) সকালে এদুয়ার্দ ফিলিপ্পি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করে ওই পদত্যাগপত্র জমা দেন বলে প্রেসিডেন্ট কার্যালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে। খবরে বলা হয়, সংক্ষিপ্ত ওই বিবৃতিতে ঠিক কী কারণে এদুয়ার্দ ফিলিপ্পি সরকার পদত্যাগ করেছে তা উল্লেখ করা হয়নি। কিন্তু সম্প্রতি করোনা পরিস্থিতিসহ আরও কিছু কারণে ফ্রান্সে নতুনভাবে বিভিন্ন পদক্ষেপ জোরদার করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরই অংশ হিসেবে ফরাসি সরকার ও মন্ত্রিপরিষদে অদলবদল আসতে পারে, এমনটি আগে থেকেই মনে করা হচ্ছিল। বিবিসির খবরে জানানো হয়, এরই মাঝে ম্যাক্রো নতুন সরকারকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে মধ্য-ডানপন্থী রাজনীতিক, বর্তমান মেয়র জ্যঁ কাস্তেক্সের নাম তুলেছেন। তবে নতুন সরকার আসার আগ পর্যন্ত এদুয়ার্দ ফিলিপ্পি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। প্রেসিডেন্টশাসিত ফ্রান্সে ৫ বছরের মেয়াদকালে সরকার বদলের ঘটনা নতুন কিছু নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন