News71.com
 International
 07 Jun 20, 10:23 AM
 326           
 0
 07 Jun 20, 10:23 AM

ইরানে বিয়ের অনুষ্ঠান থেকে নতুন করে ছড়ালো করোনা॥

ইরানে বিয়ের অনুষ্ঠান থেকে নতুন করে ছড়ালো করোনা॥

আন্তর্জাতিক ডেস্কঃইরানে একটি বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে দ্বিতীয় সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও অর্থনীতি সচল রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার (৬ জুন) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়। করোনা ভাইরাস সংক্রমণ কমায় মধ্য এপ্রিল থেকে লকডাউন শিথিল করতে শুরু করে ইরান। সম্প্রতি দেশটিতে আবারও ভাইরাসের সংক্রমণ বাড়ছে। বৃহস্পতিবার (৪ জুন) ৩ হাজার ৫৭৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়, যা ফেব্রুয়ারিতে প্রাদুর্ভাব শুরুর পর সর্বোচ্চ। গত শনিবার এক বক্তব্যে ইরানের রাষ্ট্রীয় টিভিতে রুহানি বলেন, ‘একটি এলাকায় প্রাদুর্ভাব (করোনা ভাইরাসের) বাড়তে দেখেছি আমরা। এর উৎস একটি বিয়ের অনুষ্ঠান, যা জনগণ ও স্বাস্থ্যকর্মীদের জন্য সমস্যা সৃষ্টি করেছে এবং অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে।’ তবে বিয়েটি কোথায় হয়েছিল, তা বলেননি রুহানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন