News71.com
 International
 06 Jun 20, 01:04 PM
 593           
 0
 06 Jun 20, 01:04 PM

লাদাখ সীমান্ত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে ভারত ও চিনের সেনা কর্মকর্তাবৃন্দ॥

লাদাখ সীমান্ত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে ভারত ও চিনের সেনা কর্মকর্তাবৃন্দ॥

আন্তর্জাতিক ডেস্ক: লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চিন বাহিনী। গত একমাস ধরেই হাতাহাতি থেকে শুরু করে যুদ্ধের হুঙ্কারে সরগরম রয়েছে লাদাখ এলাকা। আর এই পরিস্থিতিতেই আজ মুখোমুখি হচ্ছে ভারত ও চিনের লেফট্যানেন্ট জেনারেল পর্যায়ের সেনা কর্মকর্তারা । গুরুত্বপূর্ণ এ বৈঠকে ভারতের তরফে চিনা সেনা সরানোর দাবি জানানো হবে বলে জানা গিয়েছ। LAC থেকে স্থায়ী এবং অস্থায়ী নির্মাণ সরিয়ে ফেলতেও বলা হবে বলে জানা গিয়েছে। ভারতের তরফে এই বৈঠকে উপথিত থাকবেন লেফট্যানেন্ট জেনারেল হরিন্দর সিং ও চিনের তরফে থাকবেন চিনা সেনাবাহিনীর মেজর জেনারেল লিউ লিন।

সেনা সূত্রে খবর, লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চিন যুদ্ধাস্ত্র মজুত করছে। দিনে-দিনে সেইসব সমরাস্ত্রের বহর বাড়ানো হচ্ছে। একইসঙ্গে সীমান্তে সেনা গতিবিধিও লক্ষ্যণীয়ভাবে বাড়াচ্ছে বেজিং। চিনা গতিবিধি তৎপর হতেই পাল্টা ব্যবস্থা নিয়েছে ভারতও। শেষ একমাসে ভারত-চিন সম্পর্কের তিক্ততা কাটাতে কূটনৈতিকস্তরে নানা পদক্ষেপ নেওয়া হলেও শেষমেশ তার ফলাফল অশ্বডিম্ব। সীমান্তের ক্রমবর্ধমান উত্তেজনায় চিন ক্ষমতা কায়েম করতে বিশালসংখ্যক সেনা মোতায়েন করেছে ভারতও শক্তি প্রদর্শনে পিছিয়ে যায়নি। সরকারি সূত্রে খবর মার্চের দ্বিতীয় সপ্তাহে এক জওয়ান করোনা আক্রান্ত হন। এতে কড়া নজরদারি শুরু হয়। সেনাবাহিনীর কোনও বৈঠক করা যায়নি। কোনও জমায়েত বা প্রশিক্ষণ করা যায়নি। ফলে ব্যহত হয়েছে সেনার মহড়া। ওই মার্চ মাসে অবশ্য চিন সেনাও কোনও মহড়া দিতে পারেনি করোনার জেরে। কিন্তু ফের লাদাখে মহড়া দিতে এলে ভারতের রণসজ্জা দেখে চিন্তায় পড়ে চিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন