News71.com
 International
 31 Mar 20, 06:22 PM
 219           
 0
 31 Mar 20, 06:22 PM

দিল্লিতে তাবলিগ জমায়েতে যোগ দেওয়ায় করোনার সংক্রমন হয়ে ৭জনের মৃত্যু॥

দিল্লিতে তাবলিগ জমায়েতে যোগ দেওয়ায় করোনার সংক্রমন হয়ে ৭জনের মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি মসজিদে তাবলিগের জমায়েতের পর ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত মানুষের সংখ্যা বেড়ে সাতে পৌঁছেছে। ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত দিল্লিতে দেশটির তাবলিগ-ই-জামাতের কেন্দ্রীয় কার্যালয় মারকাজ নিজামুদ্দিনে প্রায় দুই হাজার মানুষ একসঙ্গে অবস্থান করেন। এরপর এ ঘটনা ঘটে। এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, করোনার উপসর্গ রয়েছে বলে আশঙ্কায় গতকাল সোমবার তিন শতাধিক মানুষকে হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে মারকাজ নিজামুদ্দিন বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে থাকা ৭০০ জনকে বাসে করে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এনডিটিভি অনলাইনকে বলেন, ‘ওই জায়গায় থাকা ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আয়োজকেরা গুরুতর অপরাধ করেছেন। লেফটেন্যান্ট গভর্নরকে আমরা কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমায়েতের এই এলাকাকে করোনাভাইরাসের ‘হটস্পট’ বলে চিহ্নিত করেছে। বিভিন্ন সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ মসজিদের ঘটনা নিয়ে জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। তিনি মসজিদ প্রশাসনের বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রশাসনের অবহেলার কারণে শতাধিক জীবন ঝুঁকিতে রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে চলার সব নিয়ম উপেক্ষা করে ১০০ বছরের পুরোনো ওই মসজিদ চত্বরে শত শত মানুষ অবস্থান করছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন