News71.com
 International
 31 Mar 20, 06:11 PM
 217           
 0
 31 Mar 20, 06:11 PM

লন্ডনে করোনা চিকিৎসায় লর্ডস রূপান্তরিত হচ্ছে করোনা হাসপাতালে॥

লন্ডনে করোনা চিকিৎসায় লর্ডস রূপান্তরিত হচ্ছে করোনা হাসপাতালে॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে ধুঁকছে বিশ্ব। বেশি নাজেহাল ইউরোপের বেশ কটি দেশ। করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেও।এখন পর্যন্ত ইংল্যান্ডে ২২ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। পুরো দেশে চলছে লকডাউন।এবার করোনায় আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে এসেছে বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম লর্ডস ও এমসিসি।লন্ডনের বিভিন্ন স্থানে খাদ্য সরবরাহ শুরু করেছে এমসিসি। আশপাশের হাসপাতাল গুলোর ডাক্তার-নার্সদের জন্য স্টেডিয়ামের ৭৫টি পার্কিং স্পেস ছেড়ে দিয়েছে লর্ডস।বিশ্বের একমাত্র ভেন্যু হিসেবে লর্ডসে অনুষ্ঠিত হয়েছে পাঁচটি বিশ্বকাপের ফাইনাল। করোনা সংকটে এই স্টেডিয়ামকে হাসপাতাল হিসেবে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন