News71.com
 International
 16 Jan 20, 07:15 PM
 183           
 0
 16 Jan 20, 07:15 PM

মার্কিন সিনেটে পাঠানো হলো প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের অভিযোগপত্র॥

মার্কিন সিনেটে পাঠানো হলো প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের অভিযোগপত্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের অভিযোগপত্র মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) এ অভিযোগপত্র সিনেটে পাঠানোর সংবাদ জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দুই অভিযোগে অভিশংসনের শুনানি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ক্ষমতার অপব্যবহার এবং তদন্তে বাধা দেওয়ার বিষয়ের অভিযোগপত্রটি নীল ফাইলে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সাত প্রতিনিধি সিনেটে পৌঁছে দেন। অভিযোগপত্রে স্বাক্ষরের পর প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বক্তব্যে বলেন, ‘আমাদের দেশের জন্য মর্মান্তিক ও দুঃখজনক, আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে প্রেসিডেন্টের নেওয়া পদক্ষেপ, যা তার শপথের বিপরীত এবং আমাদের নির্বাচনের নিরাপত্তাকে বিপন্ন করেছে, আমাদের এ অবস্থানে এনেছে।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্টকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’ সিনেটে রিপাবলিকান প্রতিনিধিদের নেতা মিচ ম্যাককনেল জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টা) আনুষ্ঠানিকভাবে সিনেটে অভিযোগপত্র পড়া হবে। অভিযোগপত্র পাঠ করার পর মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসকে অভিশংসনের শুনানির বিচারের জন্য শপথ করানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন