News71.com
 International
 07 Dec 19, 10:24 AM
 190           
 0
 07 Dec 19, 10:24 AM

নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বিধানসভায় ঢুকতে না দেওয়ার অভিযোগ॥

নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বিধানসভায় ঢুকতে না দেওয়ার অভিযোগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে রাজ্যের বিধানসভায় ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার, নির্ধারিত সূচি থাকা সত্ত্বেও তিনি সেখানে ঢুকতে পারেননি। এসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন তিনি। পশ্চিমবঙ্গের ২৮তম রাজ্যপাল হিসেবে গত ২৪ জুলাই নিযুক্ত হয়ে কাজ শুরু করেন প্রাক্তন আইনজ্ঞ জগদীপ ধনখড়। কেবল আইনজীবী নন, বিজেপি নেতা হিসেবেও পরিচিত ছিলেন তিনি। রাজ্যপাল হিসেবে শপথ নেয়ার পর থেকেই নানা ইস্যুতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলা শুরু করেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিভিন্ন জেলায় সফর এবং সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনও করেন জগদীপ।

তবে, বুধবার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে যোগ দিতে গিয়ে বাঁধার মুখে ফিরে আসেন রাজ্যপাল। এরমধ্যেই, বৃহস্পতিবার পূর্বসূচি অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে গেলে, ভেতরে ঢুকতে না পেরে ফিরে আসতে হয় তাকে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, রাজ্যপালের সঙ্গে চলমান এ সংঘাতের জন্য মমতার প্রশাসনকেই দুষছেন বিরোধীরা। কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, রাজ্যপাল, রাজ্য সরকার সংস্থাগুলোর সঙ্গে বিরোধ ঠিক নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন