News71.com
 International
 22 Oct 19, 10:45 AM
 138           
 0
 22 Oct 19, 10:45 AM

ইসরায়েলে সরকার গঠনে ব্যর্থ হলেন নেতানিয়াহু ।।

ইসরায়েলে সরকার গঠনে ব্যর্থ হলেন নেতানিয়াহু ।।

আন্তর্জাতিক ডেস্কঃ এক দশক ধরে ক্ষমতায় থাকার পর নতুন সরকার গঠনে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর জোট সরকার গঠন করতেও ব্যর্থ হলেন তিনি। ফলে এবারে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির বেনি গান্টজ সরকার গঠনের সুযোগ পেতে যাচ্ছে। সরকার গঠন করতে তার হাতে ২৮দিন সময় থাকবে। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর ইহুদিবাদী লিকুদ পার্টি ৩২টি আসনে জয় পায়। আর সাবেক সেনাপ্রধান বেনি গান্টজ-এর নেতৃত্বাধীন মধ্য বামপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি পায় ৩৩ আসন। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে সরকার গঠন করতে অন্তত ৬১ আসন পাওয়ার বাধ্যবাধকতা থাকায় প্রেসিডেন্ট রুভেন রিভলিন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জোট সরকার গঠনের আমন্ত্রণ জানান। জোট সরকার গঠন করতে গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন নেতানিয়াহু। সোমবার জোট গঠনের পরিকল্পনা বাদ দেওয়ার ঘোষণা দিয়ে নেতানিয়াহু বলেন, জোট সরকার গড়তে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। ইসরায়েলে সেপ্টেম্বরের নির্বাচন ছিল গত পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত দেশটির দ্বিতীয় সাধারণ নির্বাচন। গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে কোনও পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ কিংবা জোট সরকার গঠনে ব্যর্থ হওয়ায় নতুন নির্বাচনের আয়োজন করতে হয়। ইসরায়েলের ইতিহাসে এই প্রথম একই বছরে দুইটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘটনা ঘটলো। প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ইসরায়েলের ক্ষমতায় রয়েছেন নেতানিয়াহু। এবারের নির্বাচনকে তার জন্য জনগণের গণভোট হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা রয়েছে। তবে নির্বাচনের মাঠে দুর্নীতির অভিযোগ আড়াল করে আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি দিয়ে সরব থেকেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন