News71.com
 International
 19 Sep 19, 01:15 PM
 127           
 0
 19 Sep 19, 01:15 PM

‘আলোচনা ইতিবাচক হয়েছে॥দিল্লিতে মোদীর সঙ্গে সাক্ষাতের পর বল্লেন মুখ্যমন্ত্রী মমতা

‘আলোচনা ইতিবাচক হয়েছে॥দিল্লিতে মোদীর সঙ্গে সাক্ষাতের পর বল্লেন মুখ্যমন্ত্রী মমতা

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আড়াই বছরের ব্যবধানে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারার কারণ সংক্ষেপে ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানান, আলোচনা সার্বিকভাবে ইতিবাচক হয়েছে। বিতর্ক এড়িয়ে যতটা সম্ভব প্রশাসনিক স্তরের বক্তব্য রাখা যায় সেই চেষ্টাই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ নরেন্দ্র মোদীর বাসভবনে এই আলোচনা হয়। এক ঘন্টার সেখান থেকে বেড়িয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “আলোচনা ভালো হয়েছে। যে সব বিষয়গুলি নিয়ে কথা বলার পরিকল্পনা ছিল তা বলা গেছে।”এই প্রসঙ্গে বিস্তারিত বলতে গিয়ে তিনি বলেন, “কেন্দ্রের কাছে ১৩৫০০ কোটি টাকা রাজ্যের প্রাপ্য। সেই বিষয়ে আরও বিস্তারিতভাবে কথা বলা হয়েছে।” পাশাপাশি তিনি বলেন, “ভারতের দ্বিতীয় বৃহত্তম কোল (কয়লা) ব্লক তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। সেই ব্যাপারে আরও বলতে গিয়ে বলেন পুজো ও নবরাত্রি শেষ হলে এই কাজগুলির আনুশঠানিক উদ্বোধন করা হবে।” এই অনুষ্ঠান উপলক্ষে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন।

বহুচর্চিত পশ্চিমবঙ্গের নাম বদল নিয়েও তিনি বলেন যে, “আমি আমার যা বক্তব্য জানিয়েছি। যেহেতু বাংলা নামের সঙ্গে অনেকের আবেগ জড়িয়ে আছে তাই এই নাম রেখে আর কিছু করা যায় কিনা সেই প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি বলেছেন ভেবে দেখবেন।”নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত যে রাজনৈতিক কোন উদ্দেশ্য নেই, এই বক্তব্যের পর তিনি আরও বলেন যে, “আমি যতবার দিল্লিতে এসেছি স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে দেখা করেছি। রাজনাথ সিং যখন দায়িত্বে ছিলেন তখনও আমি দেখা করে গেছি। আগামিকাল যদি সব ঠিক থাকে তাহলে অমিত শাহের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করব।”কিন্তু স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কেন আগের বৈঠকগুলিতে যাওয়ার সুযোগ পেয়েও তিনি গেলেন না কেন? যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই বৈঠক নিখাদ সৌজন্যমূলক বলেই দাবি করেছেন মমতা। কিন্তু সারদা-কাণ্ডে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে নিজেদের নিয়ন্ত্রণ নিতে সিবিআই তৎপরতা তুঙ্গে অথচ রাজীবের কোনও হদিশ নেই ৷ এই পরিস্থিতিতে মোদী-মমতা বৈঠক যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্নমহল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন