News71.com
 International
 17 Sep 19, 11:55 AM
 203           
 0
 17 Sep 19, 11:55 AM

জম্মু-কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় সুপ্রীম কোর্টের নির্দেশ॥  

জম্মু-কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় সুপ্রীম কোর্টের নির্দেশ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত দেশটির সরকারের উদ্দেশে বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরে যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করুন। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সরকারের প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন আদালত। গতাকল সোমবার প্রধান বিচারপতি রঞ্জন গোগোইয়ের নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এ কথা বলেন।বিচারকেরা বলেন, ‘আমরা জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক জীবনব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে নির্বাচনী ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন