News71.com
 International
 16 Sep 19, 12:14 PM
 159           
 0
 16 Sep 19, 12:14 PM

নিলামে উঠছে ভরতের প্রধানমন্ত্রী মোদির পাওয়া উপহার॥  

নিলামে উঠছে ভরতের প্রধানমন্ত্রী মোদির পাওয়া উপহার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত এক বছরে কম উপহার পাননি। চাদর থেকে শুরু করে চিত্রকর্ম, নানান উপহার পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর উপহার পাওয়া এই সামগ্রী এবার নিলামে তোলা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গা নদী পরিষ্কার করার যে প্রকল্প কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছে, তাতে অর্থায়ন করার জন্যই মোদির পাওয়া এই উপহারগুলো নিলামে তোলা হচ্ছে। গত শনিবার থেকে এই নিলাম প্রক্রিয়া শুরু হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল দিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে এই নিলামের উদ্বোধন করেছেন। অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত www.pmmementos.gov.in ওয়েবসাইটে চলবে এই নিলাম।

অনলাইনের পাশাপাশি সরাসরি উপস্থিত হয়েও এসব উপহারসামগ্রী কিনে নিতে পারবেন আগ্রহী ক্রেতারা। তবে সে ক্ষেত্রে সবগুলো উপহার কেনার সুযোগ পাবেন না তাঁরা। প্রহ্লাদ সিং প্যাটেল জানিয়েছেন, ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে ‘স্মৃতি চিহ্ন’ নামের এক প্রদর্শনীতে নিলামের জন্য ৫০০টির মতো উপহারসামগ্রী রাখা হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নিলামের মাধ্যমে এগুলো কিনতে পারবেন আগ্রহীরা। নিলামে সর্বোচ্চ দামে স্মারক কেনা ২০ জনকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রহ্লাদ সিং প্যাটেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন