News71.com
 International
 16 Sep 19, 11:37 AM
 135           
 0
 16 Sep 19, 11:37 AM

নানা দাবিতে লং মার্চ করেছে পশ্চিমবঙ্গের ১২টি ছাত্র সংগঠন ।।

নানা দাবিতে লং মার্চ করেছে পশ্চিমবঙ্গের ১২টি ছাত্র সংগঠন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ শিক্ষা, কর্মসংস্থান, শিল্পসহ নানা দাবিতে লং মার্চ করেছে পশ্চিমবঙ্গের ১২টি ছাত্র সংগঠন। বৃহস্পতিবার সকালে হুগলির সিঙ্গুর থেকে এ পদযাত্রা শুরু হয়। ২২ কিলোমিটার পথ অতিক্রম করে লং মার্চটি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কার্যালয় নবান্নের সামনে পৌঁছায়। এসময় বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। তবে দুপুরের পরই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, পুলিশ বিনা প্ররোচণায় তাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল এবং জলকামান ব্যবহার করেছে। অন্যদিকে পুলিশের দাবি, বামপন্থীদের ছোঁড়া ইট-পাটকেলের জবাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই লাঠিচার্জ করেছে তারা। দু'পক্ষের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন