News71.com
 International
 16 Sep 19, 11:36 AM
 110           
 0
 16 Sep 19, 11:36 AM

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চল॥

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চল॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেনের দক্ষিণপূর্বাঞ্চল। দুই দিনের প্রবল বর্ষণে বহু বাড়ি-ঘর পানির নিচে তলিয়ে গেছে। আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬-এ। এখনো নিখোঁজ রয়েছেন সাড়ে তিন হাজার মানুষ। বিমানবন্দরসহ ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। এদিকে, ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

শনিবার স্পেনের ওরিহুয়েলা শহরে বন্যায় আটকে পড়া এই শিশুদের বের করে আনেন জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা। গেল দুই দিনের প্রবল বর্ষণে ওই ভবনে খোঁজ চালালে তাদের সন্ধান পায় উদ্ধারকর্মীরা। পরে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভূমধ্যসাগরের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর সান্তোমেরা, সান জাভিয়েরসহ অধিকাংশ শহরের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু জায়গায় বন্যার পানি নেমে যাওয়া ঘর-বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দরা। তবে, পানিতে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন