News71.com
 International
 16 Sep 19, 11:26 AM
 123           
 0
 16 Sep 19, 11:26 AM

পৃথিবীর বাইরে বসবাসযোগ্য গ্রহের সন্ধান॥  

পৃথিবীর বাইরে বসবাসযোগ্য গ্রহের সন্ধান॥   

নিউজ ডেস্ক: পৃথিবীর বাইরে মানুষের বসবাসযোগ্য গ্রহের সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। একটি তারাকে প্রদক্ষিণকারী একটি গ্রহ বসবাসযোগ্য বলে প্রথমবারের মতো প্রমাণ পেয়েছেন তারা। এই গ্রহ যে কক্ষপথে ঘুরছে তাও বসবাসযোগ্য এলাকার মধ্যে বলে বিজ্ঞানীদের মত। এই আবিষ্কারের ফলে কেটু-১৮বি নামের গ্রহটিতে প্রাণের অস্তিত্ব আছে কিনা, সেটিই অনুসন্ধান করাই হবে এখন বিজ্ঞানীদের নতুন গবেষণা। দশ বছরের মধ্যে টেলিস্কোপ পরীক্ষা করে দেখা সম্ভব হবে, কেটু-১৮বি গ্রহের আবহাওয়া মণ্ডলে প্রাণীদেহ থেকে উদ্ভূত গ্যাস উৎপাদিত হতে পারে কিনা।


নেচার অ্যাস্ট্রোনমি নামে একটি বিজ্ঞান সাময়িকীতে এই গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে। গবেষণাটির প্রধান বিজ্ঞানী লন্ডনের প্রফেসর জিওভান্না টিনেত্তি এই আবিষ্কারকে ‘বিস্ময়কর’ বলে ব্যাখ্যা করেছেন।তিনি বলেন, “এই প্রথমবারের মতো মহাকাশের বসবাসযোগ্য এলাকার মধ্যে একটি গ্রহে আমরা পানির অস্তিত্ব খুঁজে পেলাম। মহাকাশের ওই স্তরের যে তাপমাত্রা তাতে প্রাণের অস্তিত্ব সম্ভব।” প্রসঙ্গত, মহাকাশে বসবাসযোগ্য এলাকা এমন একটা অংশ, যার তাপমাত্রা সেখানকার কোনো গ্রহের ভূপৃষ্ঠে পানিকে তরল অবস্থায় রাখার উপযুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন