News71.com
 International
 21 Aug 19, 01:35 PM
 151           
 0
 21 Aug 19, 01:35 PM

আমার বক্তব্যের অংশবিশেষ তুলে ধরে অতিরঞ্জিত করা হয়েছে॥ ইসলামী বক্তা জাকির নায়েক

আমার বক্তব্যের অংশবিশেষ তুলে ধরে অতিরঞ্জিত করা হয়েছে॥ ইসলামী বক্তা জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্কঃ আলোচিত ভারতীয় ইসলামী বক্তা জাকির নায়েক বলেছেন, তার বক্তব্যের অংশবিশেষ তুলে ধরা হয়েছে ও তা অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হয়েছে। জাকির নায়েক বলেন, যদিও আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি। কিন্তু তবুও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না। তিনি বলেন, কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করাটা কখনোই আমার উদ্দেশ্য ছিল না। এটা ইসলামের মূল শিক্ষার পরিপন্থী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, এই ভুল বোঝাবুঝির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। তিনি আরও বলেন, সারা বিশ্বে শান্তি ছড়িয়ে দেয়াই তার মূল উদ্দেশ্য। ভারতীয় এই বক্তা দুঃখ প্রকাশ করে বলেন, তার নিন্দুকেরা তার এই কাজে সব সময়ই বাধা দিয়ে যাচ্ছে। চলতি মাসের শুরুতে তিনি এক বক্তব্যে বলেন, ভারতের মুসলমানদের তুলনায় মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুরা “শতভাগ বেশি অধিকার” ভোগ করেন। এছাড়াও, দক্ষিণপূর্ব এশিয়ার মুসলিম দেশটিতে চীনারা অতিথির মর্যাদা পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন