News71.com
 International
 19 Jul 19, 08:37 AM
 99           
 0
 19 Jul 19, 08:37 AM

আসামে ভয়াবহ বন্যা থেকে বাঁচতে গৃহস্থের বিছানায় ঠাঁই নিল হিংস্র বাঘ॥

আসামে ভয়াবহ বন্যা থেকে বাঁচতে গৃহস্থের বিছানায় ঠাঁই নিল হিংস্র বাঘ॥

আন্তর্জাতিক ডেস্কঃ শুনতেই কেমন গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে। কেমন লোমহর্ষক ঘটনা। অনেকটা রূপকথার গল্পে বাঘের কবলে পড়াদের মানুষদের মতোই অবস্থা হয়েছিল ভারতের আসামের এক ব্যক্তির। কাজিরাঙা জঙ্গলের কাছেই তাঁর বাড়ি। নিজের ঘরে ঢুকতে গিয়ে হঠাত্ইর দেখতে পান যে বিছানার ওপরে দিব্যি আরাম করে বসে আছে রয়্যাল বেঙ্গল টাইগার।

এদিকে, বিছানায় গুছিয়ে বসে থাকা বাঘের ছবি বৃহস্পতিবার ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আসামে ভারীবর্ষন ও অতি বৃষ্টিতে ভাসছে কাজিরাঙা অভয়ারণ্য। বন্যায় মারা গিয়েছে বহু পশু। এই অবস্থায় বন্যার থেকে বাঁচতে এক গৃহস্থের বাড়ি আশ্রয় নেয় বাঘটি। বাঘটিকে ঘুমের ওষুধ দিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বনকর্মীরা। নিরাপদে তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। বাঘটি আহত কিনা, তাও বোঝার চেষ্টা করছেন বন দফতরের কর্মীরা। উল্লেখ্য, ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বন্যায় আসামের ৫২ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়েছে। এছাড়া এতে এখন পর্যন্ত অন্তত ৬৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন