News71.com
 International
 18 Jul 19, 06:15 PM
 130           
 0
 18 Jul 19, 06:15 PM

রাশিয়ার সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক।।

রাশিয়ার সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। মস্কোয় অনুষ্ঠিত এ বৈঠকে দু পক্ষই ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে। আমেরিকা যখন কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দির সেরা চুক্তি উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে তখন হামাস ও রাশিয়ার মধ্যে এ বৈঠক হলো। মার্কিন সরকারের তৈরি করা এ চুক্তিতে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বকে আরো জোরদার করার ব্যবস্থা থাকবে বলে এরইমধ্যে জানা গেছে। হামাস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মুসা আবু মারজুক। গত মঙ্গলবার বৈঠকে তারা ইসরাইল-ফিলিস্তিন সংকটের সমাধান নিয়ে মত বিনিময় করেন। এ সম্পর্কে তেল আবিবে অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ইসরাইল-ফিলিস্তিন সংকটের রাজনৈতিক সমাধান ছাড়া কোনো বিকল্প নেই। ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় মস্কো প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বোগদানভের আমন্ত্রণে ফিলিস্তিনি প্রতিনিধিদলটি মস্কো সফর করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন