News71.com
 International
 18 Jul 19, 06:14 PM
 134           
 0
 18 Jul 19, 06:14 PM

সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের দফায় দফায় ড্রোনের হামলা॥

সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের দফায় দফায় ড্রোনের হামলা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী সৌদি আরবের জিজান বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে। এ নিয়ে গত কয়েক ঘণ্টায় ইয়েমেনি সেনারা ড্রোনের সাহায্যে চারদফা হামলা চালালো। আল-মাসিরা টেলিভেশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের সেনারা ও হুথি গেরিলারা গতকাল বুধবার কাসেফ-২ কম্ব্যাট ড্রোনের সাহায্যে জিজান বিমানবন্দরে হামলা চালায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ির বরাত দিয়ে আল-মাসিরা বলেছে, জিজান বিমানবন্দরের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইয়েমেনি ড্রোন আঘাত হানতে সক্ষম হয়। এতে বিমানবন্দরের বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। গত মঙ্গলবারও ইয়েমেনি সেনারা জিজান বিমানবন্দর ও আসির প্রদেশের কিং খালিদ বিমানবন্দরে ড্রোন হামলা চালায়। সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেন গত কয়েক মাস ধরে সৌদি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা জোরদার করেছে। সৌদি জোটের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকাসহ পশ্চিমা বহু দেশ সমর্থন দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন