News71.com
 International
 17 Jul 19, 07:42 PM
 127           
 0
 17 Jul 19, 07:42 PM

দক্ষিণ এশিয়ায় বন্যায় আক্রান্ত ৬৭ লাখ মানুষ॥ এপর্যন্ত শতাধিক জীবনহানি

দক্ষিণ এশিয়ায় বন্যায় আক্রান্ত ৬৭ লাখ মানুষ॥ এপর্যন্ত শতাধিক জীবনহানি

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ এশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। নেপাল ও ভারতে এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ বন্যায় প্রাণ হারিয়েছেন। বন্যায় আক্রান্ত হয়েছে ৬৭ লাখের বেশি মানুষ। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। আজ বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে এই তথ্য জানানো হয়েছে। আগামী কয়েক দিনে নেপাল, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাস বলছে। বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপাল। দেশটিতে কমপক্ষে ৭৮ জনের মৃত্যু হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার ও আসামে বন্যার কারণে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পাকিস্তানে বন্যায় মারা গেছে ২৮ জন এবং বাংলাদেশে ১৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন