News71.com
 International
 19 Jun 19, 08:39 PM
 117           
 0
 19 Jun 19, 08:39 PM

ভারতীয় লোকসভায় কংগ্রেসের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ অধীররঞ্জন চৌধুরী॥

ভারতীয় লোকসভায় কংগ্রেসের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ অধীররঞ্জন চৌধুরী॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল গান্ধী। তবে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুলের পদত্যাগের প্রস্তাব খারিজ করে দেন কমিটির সবাই। এরপরও যেন মন গলেছে না তার। এজন্য লোকসভায় কংগ্রেসের নেতৃত্ব দিতেও রাজি নন তিনি। ফলে রাহুল গান্ধী নন, লোকসভায় কংগ্রেস পরিষদীয় দলের নেতা মনোনীত হলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি ও রাজ্যের বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে কংগ্রেসের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। জি নিউজের খবর, লোকসভা নির্বাচনে হারের পর থেকে সংসদে একক বৃহত্তম দল হিসেবে কংগ্রেসের নেতা কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়। গত লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে হেরে যাওয়ায় দায়িত্ব নিতে বলা হয় রাহুল গান্ধীকে। কিন্তু দলের খারাপ ফলের পর থেকেই দলের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে অনড় তিনি। প্রায় এক মাস ধরে বুঝিয়েও তাকে রাজি করা যায়নি।

এদিকে, শুরু হয়েছে সপ্তদশ লোকসভার অধিবেশন। চলছে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ। অধিবেশনের কাজকর্ম শুরু হলেই ডাক পড়বে দলনেতার। তাই গতকাল মঙ্গলবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ইউপিএ চেয়ারপার্সন সানিয়া গান্ধী সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন। সেই বৈঠকেই চূড়ান্ত হয় অধীররঞ্জন চৌধুরীর নাম। অধীর চৌধুরীর সঙ্গে দৌড়ে ছিলেন কেরলার সাংসদ কে সুরেশ, কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি, সাংসদ শশী তারুর। কিন্তু লড়াকু নেতা অধীরের ওপরই শেষ পর্যন্ত ভরসা রাখল গান্ধী পরিবার। পশ্চিমবঙ্গে যে দুটি আসন পেয়েছে তার একটিতে জিতেছেন এই অধীররঞ্জন চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন