News71.com
 International
 18 Jun 19, 08:18 PM
 109           
 0
 18 Jun 19, 08:18 PM

ইরান যদি মনে করে কাউকে তেল রপ্তানি করতে দেব না তাহলে প্রকাশ্যে ঘোষণা দেব॥জেনারেল বাকেরি

ইরান যদি মনে করে কাউকে তেল রপ্তানি করতে দেব না তাহলে প্রকাশ্যে ঘোষণা দেব॥জেনারেল বাকেরি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, আমরা যদি ইচ্ছা করি পারস্য উপসাগর থেকে কাউকে বাইরে তেল রপ্তানি করতে দেব না তাহলে প্রকাশ্যে আমরা সে ঘোষণা দেব। এ ছাড়া, আমেরিকা ও তাদের মিত্রদের মতো আমরা গোপনিয়তা কিংবা প্রতারণারও আশ্রয় নেব না। তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি আমিরাতের ফুজাইরা বন্দরে জাহাজে হামলা ও ওমান সাগরে দুটি তেল ট্যাংকারে হামলার ঘটনায় আমেরিকার ষড়যন্ত্র ও অপপ্রচারের কথা উল্লেখ করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে মধ্যপ্রাচ্যে মোতায়েন শত্রু সেনাদের গতিবিধি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। প্রয়োজন হলে এই শত্রু সেনাদের সঙ্গে সরাসরি সংঘাতে যাবে ইরান বলে তিনি মন্তব্য করেন।

গত ১৩ জুন ওমান সাগরে দুটি তেল ট্যাংকারে হামলার খবর প্রকাশের পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কোনো প্রমাণ ছাড়াই এ হামলার জন্য ইরানকে দায়ী করেন। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরও আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে একই অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের প্রমাণ ছাড়াই তেল ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে এমনভাবে কথা বলেছেন যেন মনে হয় তিনি এ অঞ্চলের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইরান হরমুজ প্রণালীর নিরাপত্তা চায় এবং এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে। তিনি আরো বলেছেন, ইরানের তেল রপ্তানি হলে অন্য দেশের তেলও রপ্তানি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন