News71.com
 International
 24 May 19, 07:32 PM
 161           
 0
 24 May 19, 07:32 PM

অক্সফোর্ডের ডিগ্রি ফিরিয়ে দিলেন ব্রুনাইয়ের সুলতান॥

অক্সফোর্ডের ডিগ্রি ফিরিয়ে দিলেন ব্রুনাইয়ের সুলতান॥

আন্তরজাতিক ডেস্কঃ ব্রুনাইয়ের সুলতান হাসানুল বলকিয়া ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডিগ্রি ফিরিয়ে দিয়েছেন। দেশটিতে সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তাব করার পর সমালোচনায় ঝড় উঠে বিশ্বজুড়ে। এপরই হাসানুল অক্সফোর্ডের দেয়া ডিগ্রি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিলেন। ১৯৯৩ সালে ব্রুনাইয়ের সুলতান হাসানুল বলকিয়াকে সম্মানসূচক ডিগ্রি দেয় ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। চলতি বছরের এপ্রিল মাসে দেশটিতে সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান চালু করা হয়। দেশটির সুলতান হাসানুল বলকিয়া নিজেই সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডের প্রস্তাব করেন। এরপরই তাকে দেয়া ডিগ্রি বাতিলের দাবিতে এক পিটিশনে স্বাক্ষর করেন প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। পরে আইন কার্যকরের এক মাসের মাথায় এই আইন থেকে সরে আসে দেশটি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানায়, চলতি বছরের ৬ মে সুলতান হাসানুল বলকিয়া তার ডিগ্রিটি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। তবে গত বৃহস্পতিবারই এ সিদ্ধান্তের ব্যাপারে জানাজানি হয়। এর আগে ডিগ্রির বিষয়ে হাসানুলের সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছিলো।এর আগে বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের কর্মকর্তাদের জন্য সুলতানের হোটেল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া কিছু ট্রাভেল কোম্পানিও পর্যটন স্থান হিসেবে ব্রুনাইয়ের প্রোমোটিং বন্ধ করে দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন