News71.com
 International
 24 May 19, 10:29 AM
 138           
 0
 24 May 19, 10:29 AM

বাংলাদেশে আশ্রয়নেয়া রোহিঙ্গাদের জন্য ১০০ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা দিল কানাডা॥

বাংলাদেশে আশ্রয়নেয়া রোহিঙ্গাদের জন্য ১০০ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা দিল কানাডা॥

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১শ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে কানাডা। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের পার্লামেন্টারি সেক্রেটারি কামাল খেরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিন গত বুধবার অপরাহ্নে এই ঘোষণা দেন বলে ঢাকায় কানাডীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঘোষিত সাহায্য রোহিঙ্গাদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং বর্ষা মৌসুমের কার্যক্রম পরিচালনার জন্য দেয়া হয়েছে।

এদিকে, রোহিঙ্গা সংকট সমাধান এবং তাদের প্রত্যাবাসন ত্বরান্বিত করণের উদ্যোগের অংশ হিসেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলি্প্পো গ্র্যান্ডি গত সোমবার থেকে ৫ দিনের এক সফরে বর্তমানে মিয়ানমারে রয়েছেন বলে জাতিসংঘ জেনেভা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ফিলি্প্পো গ্র্যান্ডি দেশটির রাখাইন প্রদেশে বুথিডং ও মংডু এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলে পরিস্থিতির কথা জানতে চান। ২০১৭ সালের আগস্টের পরে ইউএনএইচসিআর-এর কোন ঊর্ধ্বতন কর্মকর্তার এই প্রথম মিয়ানমার সফর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন