News71.com
 International
 22 May 19, 08:40 PM
 105           
 0
 22 May 19, 08:40 PM

ইন্দোনেশিয়ার নির্বাচনকে ঘিরে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৬॥

ইন্দোনেশিয়ার নির্বাচনকে ঘিরে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৬॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজধানী জাকার্তায় পুলিশের বেশ কিছু গাড়ি এবং একটি ডর্মিটোরিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ন্যাশনাল পুলিশের মুখপাত্র দেদি প্রেসিটিও বলেন, গতকাল মঙ্গলবার নির্বাচনে পরাজিত এক প্রেসিডেন্ট প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ শুরু করে। রাতভর তারা বিক্ষোভ করেছে। বিক্ষোভে উসকানি দেয়ায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জাকার্তার গভর্নর আনিস বাসওয়েদান বলেন, সহিংসতায় ছয়জন নিহত এবং আরও দুইশো জন আহত হয়েছে। স্থানীয় কম্পাস টিভিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারছে, পুলিশের ডরমিটোরিতে আগুন ধরিয়ে দিয়েছে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন