News71.com
 International
 22 May 19, 08:40 PM
 140           
 0
 22 May 19, 08:40 PM

কিরগিজিস্তানে এক আন্তর্জাতিক সন্মেলনে কুরাইশির পাশে দাঁড়াতে অনীহা সুষমা স্বরাজের॥

কিরগিজিস্তানে এক আন্তর্জাতিক সন্মেলনে কুরাইশির পাশে দাঁড়াতে অনীহা সুষমা স্বরাজের॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশির পাশে দাঁড়াতে অস্বীকার করেছেন চিরবৈরী প্রতিবেশী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ বুধবার কিরগিজিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার(এসসিও) সম্মেলনে এমন ঘটনা ঘটেছে। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় গ্রুপ ছবিতে কুরাইশির পাশে দাঁড়াতে নিজের অনীহার বিষয়টি প্রকাশ করেন তিনি। সব পররাষ্ট্রমন্ত্রীরা যখন ছবি তুলতে একজায়গায় জড়ো হন, তখন কোরাইশির পাশেই নিজের অবস্থান দেখতে পান সুষমা স্বরাজ। ছবির জন্য দাঁড়ানোর পর সুষমা স্বরাজ দেখতে পান, তার পাশেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে নিজের জায়গা পরিবর্তন করেন তিনি।তিনি সরে যাওয়ার পর তার খালি জায়গা গিয়ে দাঁড়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এসসিও’র বৈঠকে যোগ দিতে গতকাল মঙ্গলবার কিরগিজিস্তানে যান কুরাইশি। তবে সম্মেলনে কুরাইশির পাশেই বসা অবস্থায় দেখা গেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে। এতে সভাপতিত্ব করেন কিরগিজিস্তানের প্রেসিডেন্ট সোরোনভ জিনবেকভ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন