News71.com
 International
 21 May 19, 06:28 PM
 131           
 0
 21 May 19, 06:28 PM

ইরান প্রস্তুত থাকলে আলোচনায় বসব॥মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরান প্রস্তুত থাকলে আলোচনায় বসব॥মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রস্তুত থাকলে তিনি তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চান। পেনসিলভানিয়ার এক অনুষ্ঠানে যোগদানের জন্য হোয়াইট হাউজ ত্যাগের আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “যদি তারা ফোন করেন তাহলে আমরা নিশ্চয় আলোচনায় বসব তবে সবই নির্ভর করছে তাদের ওপর। আমি চাই শুধু তারা ফোন করুক, যদি তারা প্রস্তুত না থাকেন তাহলে তাদের বিব্রত করার দরকার নেই।”


ডোনাল্ড ট্রাম্প ইরানের হুমকির কথা অস্বীকার করে বলেন, “আমরা এমন ইঙ্গিত দেই নি যে, কিছু ঘটবে তবে কিছু ঘটলে অবশ্যই আমরা শক্তি দিয়ে তা মোকাবেলা করব। আমাদের সামনে বিকল্প থাকবে না।” এবারও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ফাঁকা হমকির পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, “আমি মনে করি তারা যদি কিছু করে তাহলে বিরাট ভুল করবে। তবে আমরা বলি নি যে, ইরান আমাদের উপর হামলা করবে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন