News71.com
 International
 19 May 19, 09:27 PM
 208           
 0
 19 May 19, 09:27 PM

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ইস্যুতে সৌদি ক্রাউন প্রিন্সকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন ।।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ইস্যুতে সৌদি ক্রাউন প্রিন্সকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তারা টেলিফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ব্যাপারে তারা কথা বলেছেন বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে।এদিকে ইরানকে ঠেকাতে মার্কিন সেনা পুনরায় মোতায়েন করতে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো। অন্যদিকে ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন রণতরী ইরানের সহজ নিশানায় রয়েছে।

আজ রবিবার সৌদি প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, সৌদি আরব ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। তবে ইরান যদি শুরু করার সিদ্ধান্ত নেয় তবে শক্তি ও দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়া হবে।এর আগে গত শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, তিনি বিশ্বাস করেন না এই অঞ্চলে সহসা যুদ্ধ দেখা দেবে। কেননা, তেহরান কারো সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চায় না। কোনো দেশ এমন কোনো বিভ্রমও সৃষ্টি করতে পারবে না যা ইরানকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন