News71.com
 Bangladesh
 27 Aug 21, 12:43 PM
 589           
 0
 27 Aug 21, 12:43 PM

শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ॥ আহত ৭

শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ॥ আহত ৭

নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু'গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর, কার্যালয় ও বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৬আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের ডেকো গ্রুপের ডেকো গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওয়ার্ক অর্ডার নিয়ে দীর্ঘদিন যাবৎ কারখানার ঝুট ব্যবসা করে আসছিল লাবি সরকার নামের এক ব্যক্তি। তার ওয়ার্ক অর্ডারের মেয়াদ শেষ পর্যায়ে রয়েছে। কারখানাটির ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে স্থানীয় সুলতান উদ্দিন নামের অপর এক ব্যক্তি চেষ্টা করে আসছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষ উভয়পক্ষকে ডেকে আগামী ৩ সেপ্টেম্বর সমঝোতার আশ্বাস দেন। ওই সময় পর্যন্ত কেউ কারখানা থেকে ঝুট বের করতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ওই কারখানার ঝুট বহনকারী একটি ট্রাকে বের করেন লাবি সরকার। পরে সুলতান উদ্দিনের লোকজন ওই ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে লাবি সরকারের লোকজনও লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা করে। এতে উভয় পক্ষের ৭জন আহত হয়। হামলায় আনোয়ার সরকার নামে এক ব্যক্তি পা ভেঙে গেছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন