News71.com
 Bangladesh
 05 Apr 20, 01:08 PM
 57           
 0
 05 Apr 20, 01:08 PM

আধিপত্য নিয়ে বগুড়ায় প্রতিপক্ষের হামলা॥ নিহত ১, আরও ২ গুরুতর আহত

আধিপত্য নিয়ে বগুড়ায় প্রতিপক্ষের হামলা॥ নিহত ১, আরও ২ গুরুতর আহত

নিউজ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার পল্লীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন আবু বক্কর সিদ্দিক (৩০) নামের এক প্রবাসী। এ হামলার ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় মনিরুজ্জামান (৩৫) ও বাদল (৩২) নামের আহত আরও দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর একটার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক মাথাইলচাপড় পূর্বপাড়ার বাসিন্দা। তিনি মাসখানেক আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, মাথাইলচাপড় গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নেতৃত্বে গ্রামের আরও কয়েকজন যুবক এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা উচ্ছৃঙ্খল কর্মকান্ড করে আসছিলেন। এসবের প্রতিবাদ করায় গ্রামের পূর্বপাড়ার লোকজনের সঙ্গে তাঁদের বিরোধ বাঁধে। এর জেরে পূর্বপাড়ার লোকজনকে প্রায় মারধর করতেন স্বেচ্ছাসেবক লীগের ওই নেতার সমর্থকেরা।

পূর্বপাড়ার লোকজনের সঙ্গে মেলামেশা না করায় শনিবার বেলা ১১টার দিকে স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা এবং তার সমর্থকেরা পশ্চিমপাড়ার যুবক বাদলকে মারধর করেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পূর্বপাড়া থেকে আবু বক্কর সিদ্দিক, মনিরুজ্জামানসহ কয়েকজন ঘটনাস্থলে যান। তাঁরা বাদলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং তার সহযোগীরা রামদা, ছুরি, সুরকিসহ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। রামদার কোপ ও ছুরির আঘাতে গুরুতর আহত হন আবু বক্কর সিদ্দিক। সুরকির আঘাতে আহত হন মনিরুজ্জামান। স্থানীয় লোকজন সিদ্দিক, মনিরুজ্জামান এবং বাদলকে উদ্ধার করেন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুপুর একটার দিকে সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন