News71.com
 Bangladesh
 05 Apr 20, 01:08 PM
 68           
 0
 05 Apr 20, 01:08 PM

রাজবাড়ীতে ফোন করলেই রোগীর বাড়ী পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমাণ মেডিকেল টিম।।

রাজবাড়ীতে ফোন করলেই রোগীর বাড়ী পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমাণ মেডিকেল টিম।।

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলাতে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। শনিবার এ স্বাস্থ্য সেবা চালু করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। ভ্রাম্যমাণ ওই মেডিকেল টিমের চিকিৎসক ডা. সুপ্রভ আহমেদ জানান, জেলার উল্লেখিত তিনটি থানায় আমরা সেবা দেবো। রোগীরা প্রয়োজনে ০১৭৯৮৬২৭৩৩৬ ও ০১৮১৬৮৭১৬২০ ফোন করে আমাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা নিতে পারেন।

জানা গেছে, নম্বরগুলোতে কল করলে ভ্রাম্যমাণ মেডিকেল টিম ডাক্তারসহ অ্যাম্বুলেন্স নিয়ে চিকিৎসা সেবা প্রদানে ওই রোগীর বাড়ি পৌঁছে যাচ্ছেন। জেলার ৩টি উপজেলাতে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে হাসপাতাল বিমুখ রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ। ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসক ডা. তিতুমীর বিশ্বাস বলেন, শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত পাংশা উপজেলার কলিমোহর ও সরিষা ইউনিয়নের ইউনিয়নের ৬ জন রোগীকে ভ্রাম্যমাণ মেডিকেল টিম সেবা দিয়েছে। ওই সকল রোগীদের ঔষুধ সরবরাহ করছেন স্থানীয় সংসদ সদস্য মো. জিল্লল হাকিম ও তার পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন