News71.com
 Bangladesh
 02 Apr 20, 06:31 PM
 74           
 0
 02 Apr 20, 06:31 PM

শেয়ারবাজার বন্ধের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়ল॥

শেয়ারবাজার বন্ধের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়ল॥

নিউজ ডেস্কঃ দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধের মেয়াদ এক সপ্তাহ বেড়েছে। ১১ এপ্রিল পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার ডিএসইর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডিএসই লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সাধারণভাবে এ ধরনের লেনদেন বন্ধের সিদ্ধান্তের ক্ষেত্রে বেশির ভাগ সময় ডিএসইকে অনুসরণ করে থাকে সিএসই। ডিএসই জানিয়েছে, সরকারের সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ডিএসইর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাপ্তরিক কাজ ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে এ ছুটির মেয়াদ ছিল ৫ এপ্রিল পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন