News71.com
 Bangladesh
 02 Apr 20, 06:17 PM
 717           
 0
 02 Apr 20, 06:17 PM

চট্টগ্রামে মানুষকে ঘরে রাখতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী॥

চট্টগ্রামে মানুষকে ঘরে রাখতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে নানা তৎপরতার পরও সাধারণ মানুষকে ঘরে আটকে রাখতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাড়া মহল্লা থেকে শুরু করে প্রধান সড়কেও চোখে পড়েছে মানুষের জটলা। নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি সেনা সদস্যদের। রাস্তায় ভিড় করা সবারই যেন একই উত্তর। প্রতিটি মোড়ে মোড়ে রিকশার জটলা, উৎসুক জনতার ভিড়। সেনাবাহিনী বা পুলিশকে দেখলে কিছুটা আড়ালে চলে যায়। আবার কয়েক মিনিটের মধ্যে চলে আসে রাস্তায়। তবে কিছু কিছু পয়েন্টে সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর হতে শুরু করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় টহল দেয়ার পাশাপাশি রাস্তায় ভিড় করা উৎসুক জনতাকে সরিয়ে দেয় তারা। প্রথমে মাইকিং করা হলেও পরে লাঠি নিয়ে জনতাকে ধাওয়া দেন সেনা সদস্যরা। সেনাবাহিনী টহল টিম টিম লিডার ক্যাপ্টেন কাইফুন নাহার বলেন, অবশ্যই আমরা কঠোর হব, যদি প্রয়োজন হয়। আমরা অকারণে জনগণের ওপর কঠোর হতে চাই না। তাদের করোনাভাইরাসের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। তারা যদি সতর্ক না হয় তখন আমরা কঠোর হব। যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় নামা গাড়ির মালিকদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক বিভাগ। নগরীর প্রতিটি মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন