News71.com
 Bangladesh
 01 Apr 20, 11:20 AM
 88           
 0
 01 Apr 20, 11:20 AM

দুঃসময়ের সুযোগ নিয়ে সম্পদ গড়ার অপচেষ্টা করবেন না॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুঃসময়ের সুযোগ নিয়ে সম্পদ গড়ার অপচেষ্টা করবেন না॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিন্দু পরিমাণ অনিয়ম সহ্য করা হবে না। সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অভিযোগ বা কোনো অনিয়ম যদি পাই, সে যেই হোক না কেন, তাকে রেহাই দেব না। মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে অর্থশালী-সম্পদশালী হয়ে যাবেন এমন অপচেষ্টা ভুলেও কেউ করবেন না। আগে থেকে সবাইকে সতর্ক করলাম।’ গতকাল মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের আটটি বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধিসহ মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, করোনার কারণে সম্ভাব্য মন্দা মোকাবিলার চিন্তাভাবনা এখন থেকেই আমাদের করতে হবে, পরিকল্পনা নিতে হবে। সংকটের সময় প্রয়োজন হলে যাতে দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশকেও সহায়তা করা যায়, তার জন্য কোনো জমি বা জলাশয় যাতে অনাবাদি না থাকে, তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, ‘কারো এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে, কোনো জলাশয় যেন পড়ে না থাকে। এটা অব্যাহত রাখতে পারলে দেশের চাহিদা তো আমরা মেটাতে পারবই, অন্য দেশকেও প্রয়োজন হলে আমরা সাহায্য করতে পারব। যার যেখানে এতটুকু জমি আছে, ঘরের কোণে হলেও, যা পারেন, যেটা পারেন, একটা কিছু ফসল ফলান; তরিতরকারি করেন,? ফলমূল করেন বা হাঁস-মুরগির খামার করেন। অর্থাত্, আমাদের খাদ্য নিরাপত্তার জন্য যা যা উত্পাদন দরকার এখন থেকে উদ্যোগ নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এবার নববর্ষে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না। এটা আমার বিশেষ অনুরোধ।’ আগামী ১৪ এপ্রিল শুরু হবে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর—বঙ্গাব্দ ১৪২৭। নতুন বছরে পুরোনো সব জীর্ণতা মুছে যাবে এই প্রত্যাশা নিয়ে প্রতি বছর নানা আয়োজনে বৈশাখের প্রথম দিনটি উদযাপন করে বাংলাদেশের মানুষ। বৈশাখের প্রথম সকালে চারুকলার যে ‘মঙ্গল শোভাযাত্রা’ হয়, তা এখন ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’। এখন নববর্ষের আয়োজন বন্ধের সিদ্ধান্ত জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কষ্ট হলেও সেটাও আমাকে বন্ধ রাখতে হচ্ছে মানুষের কল্যাণের দিকে তাকিয়ে।’

করোনা ভাইরাস দুর্যোগের সুযোগে যাতে কোনো মশাবাহিত রোগের প্রাদুর্ভাব না হয়, সেজন্য সবাইকে আগাম সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘কালকে রাতে যখন ঘুমাতে গেলাম, তখন মাঝে মাঝেই দেখলাম যে মশারা সংগীতচর্চা করছে। মশার গান শুনতে চাই না। করোনার সাথে যদি ডেঙ্গু আসে, সেটা আমাদের জন্য আরো মারাত্মক হয়ে যাবে। নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তাদের বলব, মশার হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য এখন থেকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন