News71.com
 Bangladesh
 31 Mar 20, 10:02 PM
 83           
 0
 31 Mar 20, 10:02 PM

পদ্মা সেতুর সব পিলারের নির্মানকাজ শেষ॥ প্রকল্প ব্যবস্থাপক

পদ্মা সেতুর সব পিলারের নির্মানকাজ শেষ॥ প্রকল্প ব্যবস্থাপক

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুর সব পিলারের (পিয়ার) কাজ শেষ হয়েছে। মঙ্গলবার দুপুরে সেতুর শেষ পিলারের (পি-২৬) ঢালাই করা হয়। রাত ১০টার দিকে ঢালাইয়ের কাজ শেষ হয়। মহামারি আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে দেশি-বিদেশি কর্মীদের একটি বড় অংশ ছুটিতে থাকলেও চলছে পদ্মা সেতুর কাজ। করোনা আতঙ্কের মধ্যেই শেষ হয়েছে ৪২টি পিলারের সবকটির কাজ।

পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ মূল পদ্মা সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২। সেতুর মাওয়া প্রান্তের উড়াল অংশে (ভায়াডাক্ট) পিলারের সংখ্যা ৪৪। জাজিরা প্রান্তের ভায়াডাক্টে পিয়ারের সংখ্যা ৪৭টি। ভায়াডাক্টের ৯১টি পিলারের কাজ আগেই শেষ হয়েছে। মঙ্গলবার শেষ হয়েছে মূল সেতুর সর্বশেষ পিলারের কাজ। সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৩০ এপ্রিল এ কাজ শেষ হওয়ার কথা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন