News71.com
 Bangladesh
 31 Mar 20, 06:10 PM
 69           
 0
 31 Mar 20, 06:10 PM

অর্থনৈতিক মন্দা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী॥

অর্থনৈতিক মন্দা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ কারণে বিশ্বজুড়ে আসন্ন ব্যাপক অর্থনৈতিক মন্দাভাব দেখা দিতে পারে, আর এ মন্দা মোকাবিলায় সর্বোচ্চ খাদ্য উৎপাদনসহ সার্বিক পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৬৪ জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এ বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।সঙ্কটের সময় প্রয়োজন হলে যাতে দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশকেও সহায়তা করা যায়, তার জন্য কোনো জমি বা জলাশয় যাতে অনাবাদী না থাকে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকারপ্রধান।তিনি বলেন, এখন যেটা হচ্ছে ভাইরাসটি মহামারি, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরপরে আরেকটা ধাক্কা আমাদের আসবে। সেটা হচ্ছে, সারাবিশ্ব কিন্তু স্থবির হয়ে আছে। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। সেক্ষেত্রে বিরাট আকারে বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। সেই মন্দা মোকাবিলার চিন্তাভাবনা এখন থেকেই আমাদের করতে হবে, পরিকল্পনা নিতে হবে।দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকলেও খাদ্য উৎপাদন অব্যাহত রাখার নির্দেশনা দেন শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন