News71.com
 Bangladesh
 25 Mar 20, 10:21 PM
 215           
 0
 25 Mar 20, 10:21 PM

অধিক মুনাফার অপরাধে জনপ্রিয় লাজ ফার্মাকে ১লক্ষ টাকা জরিমানা॥

অধিক মুনাফার অপরাধে জনপ্রিয় লাজ ফার্মাকে ১লক্ষ টাকা জরিমানা॥

নিউজ ডেস্কঃ প্রতি পিস হ্যান্ডগ্লাভস ৪ টাকায় কিনে ২০ টাকায় বিক্রি করার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে লাজ ফার্মাকে। ২৫ মার্চ, বুধবার রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে এ ধরনের অনৈতিক আইনবিরোধী কার্যক্রম না করতে সতর্ক করা হয়। এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। তিনি জানান, আমরা প্রতিষ্ঠানটিতে যেয়ে হেক্সিসল আছে কি না জানতে চাইলে তারা বলেন নেই। অথচ ভেতরে অভিযান চালিয়ে দেখি পর্যাপ্ত হেক্সিসল মজুত রয়েছে। তারা হ্যান্ডগ্লাভস বিক্রি করছে প্রতি পিস ২০ টাকা। অথচ তাদের ক্রয় রশিদে প্রতিটির ক্রয়মূল্য ৪ টাকা। অর্থাৎ সংকটকে পুঁজি করে ভোক্তার কাছ থেকে পাঁচ গুণ বেশি দাম আদায় করছে, যা অনৈতিক ও আইন পরিপন্থী। এ প্রতারণার অপরাধে লাজ ফার্মা ফকিরাপুল শাখাকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে উপস্থিত ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে হেক্সিসল ও হ্যান্ডগ্লাভস বিক্রি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন