News71.com
 Bangladesh
 24 Feb 20, 09:05 PM
 103           
 0
 24 Feb 20, 09:05 PM

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন আগামী শনিবার॥

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন আগামী শনিবার॥

নিউজ ডেস্ক: নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে রিজার্ভ চুরি সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পেছালো। আগামী ২৯ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস পরবর্তিত এ দিন ধার্য করেন। প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি। উল্লেখ্য, এ নিয়ে মামলাটিতে ৪১ বার সময় দিলো আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন