News71.com
 Bangladesh
 21 Feb 20, 11:59 AM
 112           
 0
 21 Feb 20, 11:59 AM

যশোরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে জ্বলে উঠলো ৫২শ' মোমবাতি॥

যশোরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে জ্বলে উঠলো ৫২শ' মোমবাতি॥

নিউজ ডেস্কঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করে বায়ান্নের ভাষাশহীদদের স্মরণ করেছেন যশোরবাসী। স্থানীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন চাঁদের হাট ভাষাশহীদদের বিশেষভাবে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির উদ্যোগে একুশের প্রথম প্রহরে ৫২শ’মোমবাতি প্রজ্বলন, আলোচনাসভা, আলপনা আঁকার মধ্য দিয়ে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরসহ ৫২'র একুশে ফেব্রুয়ারির সব শহীদের স্মরণ করেন।বৃহস্পতিবার বিকেল থেকেই যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দেখতে দেখতে ভরে ওঠে গোটা শহীদ মিনার চত্বর। গানে গানে স্মরণ করা হয় একুশের শহীদদের।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন