News71.com
 Bangladesh
 19 Feb 20, 07:24 PM
 101           
 0
 19 Feb 20, 07:24 PM

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ১১ ও ১২ মার্চ

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ১১ ও ১২ মার্চ

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ ও ১২ মার্চ আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মনোনয়ন দাখিল এবং ৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা রয়েছে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন উপলক্ষে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। কমির আহবায়ক হিসেবে রয়েছেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।


এরইমধ্যে সরকার সমর্থক ও বিএনপি সমর্থক আইনজীবীরা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। সরকার সমর্থিত প্যানেল থেকে বর্তমান সভাপতি আইনজীবী এ এম আমিন উদ্দিনকে সভাপতি পদে এবং আইনজীবী শাহ মঞ্জুরুল হককে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি আইনজীবী জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে আইনজীবী রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক প্যানেলের প্রার্থী আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন