News71.com
 Bangladesh
 05 Feb 20, 12:29 PM
 939           
 0
 05 Feb 20, 12:29 PM

ভোলায় ভুয়া ১০ পরীক্ষার্থীসহ মাদ্রাসা সুপার গ্রেফতার॥

ভোলায় ভুয়া ১০ পরীক্ষার্থীসহ মাদ্রাসা সুপার গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ ভোলার দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষা চলাকালে ভুয়া ১০ পরীক্ষার্থীসহ এক মাদ্রাসা সুপারকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে এদের সনাক্ত করাসহ আটকের নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) আতাহার মিয়া। আটক সুপারের নাম মাওলানা মো. জাকির হোসেন। তিনি জয়নগর বালিকা দাখিল মাদ্রাসার সুপার।তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র নাথ অভিযুক্ত মাদ্রাসা সুপার মো. জাকির হোসেনকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন। অভিযোগ রয়েছে, ওই সুপার তার প্রতিষ্ঠানে ভুয়া নামে নিবন্ধন করিয়ে পরে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীদের দিয়ে নিবন্ধিত নামে দাখিল পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এসব বহিরাগত ও ভুয়া পরীক্ষার্থীদের কেউ কেউ স্নাতক ক্লাসের, কেউ বা অষ্টম বা নবম শ্রেণির শিক্ষার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন