News71.com
 Bangladesh
 19 Jan 20, 06:16 PM
 27           
 0
 19 Jan 20, 06:16 PM

এসএসসি ও সমমানের পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ॥

এসএসসি ও সমমানের পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ॥

নিউজ ডেস্কঃ এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনির্ধারিত সূচি রোববার (১৯ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুসারে ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএসসি পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, সরস্বতী পূজার কারণে নির্ধারিত ৩০ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ পেছানোর দাবিতে সোচ্চার ছিল বিভিন্ন সংগঠন, ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, মেয়র প্রার্থীসহ সবাই। তবে নির্বাচন কমিশন শুরু থেকেই ৩০ তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসির এই সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলন করে আসছিলেন। এ পরিস্থিতিতে রোববার জরুরি বৈঠকে বসে ভোটের তারিখ পরিবর্তন করে নির্বাচন কমিশন।পরে রাতে জরুরি বৈঠক শেষে সিইসি কে এম নুরুল হুদা সাংবাদিকদের জানান, `সরস্বতী পূজার দিন অর্থাৎ ৩০ জানুয়ারি পূর্বনির্ধারিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানো হয়েছে। যদিও ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। আমরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে কথা বলেছি। তিনি ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন। সিটি নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন