News71.com
 Bangladesh
 18 Nov 19, 10:46 AM
 764           
 0
 18 Nov 19, 10:46 AM

গলায় রশি নিয়ে চালকেরা গাড়ি চালাবে না॥

গলায় রশি নিয়ে চালকেরা গাড়ি চালাবে না॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের গাড়িচালকরা বলেছেন, গলায় রশি নিয়ে আমরা গাড়ি চালাতে পারবো না। রোববার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা ট্রাক-লরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তারা। মানববন্ধনে গাড়িচালকদের জন্য নতুন আইনের ৩০২ ও ৩০৪ ধারার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও পাঁচ লাখ টাকা জরিমানার ধারা অবিলম্বে বাতিলের দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচ লাখ টাকা যদি আমাদের হাতে থাকতো, তাহলে রাস্তায় নেমে গাড়ির হ্যান্ডেল ধরতাম না। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে ২০১৩ সাল থেকে এ আইন চালুর চেষ্টা করা হচ্ছে। এখন শাহজাহান খানসহ নেতারা সরকারে না থাকায় তারা এ আইন বাস্তবায়নের চিন্তা করছে। ‘গলায় রশি নিয়ে তো আর আমরা গাড়ি চালাতে পারি না। নতুন এই আইন গলায় রশি দেওয়ার মতোই হলো। আমরা এই আইনের পাঁচটি ধারা বাতিল চাই।’ মানববন্ধনে হানিফ তালুকদার হিরা, রিপন, হৃদয়, আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন