News71.com
 Bangladesh
 15 Nov 19, 08:49 PM
 100           
 0
 15 Nov 19, 08:49 PM

খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে ॥ তোফায়েল আহম্মেদ

খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে ॥ তোফায়েল আহম্মেদ

নিউজ ডেস্কঃ বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। দেশে আরো ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে, সেটা এলেই পেঁয়াজের চাহিদা পূরণ হয়ে যাবে। তিনি বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। এছাড়াও পৃথিবীর বহু দেশে এবার পেঁয়াজের উৎপাদন কম হয়েছে। আমদানীর নির্ভরশীল দেশে যদি আমদানি বন্ধ হয়ে যায় তাহলে তো প্রভাব কিছুটা পড়বেই।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি বাণিজ্যমন্ত্রী থাকাকালে বাৎসরিক চাহিদা, উৎপাদন ও ঘাটতি নিরূপণ করেই ৪/৫ মাস আগে পদক্ষেপ নেওয়া হতো। কিন্তু এ বছর হয়তো সেটি আমরা ঠিকভাবে অনুমান করতে পারিনি। এ থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের প্রতিটি পণ্য যেমন, ভোজ্যতেল ও চিনি আমদানি করতে হয়। বুলবুলে ক্ষতিগ্রস্ত ইলশা ইউনিয়নের প্রত্যেক পরিবারকে নগদ ৬ হাজার টাকা, ২ বান করে টিন ও ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন