News71.com
 Bangladesh
 14 Nov 19, 10:03 PM
 98           
 0
 14 Nov 19, 10:03 PM

ইতালিতে বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের মতবিনিময় সভা॥

ইতালিতে বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের মতবিনিময় সভা॥

নিউজ ডেস্কঃ ইতালি থেকে বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দেশটির ফিরেন্স শহরের একটি হলরুমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় সৈয়দ ওয়াসেক মো. আলী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বৈদেশিক মুদ্রা যার সিংহাভাগ অংশীদার প্রবাসী বাঙালিরা। আপনাদের প্রেরিত বৈদেশিক মুদ্রা বিভিন্ন ব্যাংক এবং মানি এক্সচেঞ্জ এর মাধ্যমে দেশের অর্থনীতিতে সংযুক্ত হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের ঘোষিত দুই শতাংশ প্রণোদনা ইতোমধ্যে গ্রাহকরা পেতে শুরু করেছেন। সুতরাং বৈধপথে অর্থ পাঠিয়ে উন্নত দেশ গড়ার গর্বিত অংশীদার হোন।’ সভায় আরও উপস্থিত ছিলেন- ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ এর সহযোগী ব্যবস্থাপক ফরিদ আহাম্মেদ ও রাহাত জামান, ভালেরিও, ফাবিয়ান দুররানী, জয়নাল আবেদিনসহ আরো অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন