News71.com
 Bangladesh
 13 Nov 19, 08:26 PM
 846           
 0
 13 Nov 19, 08:26 PM

পন্য জালিয়াতি॥ পানির পাম্পের চালানে ৩৭ টন কসমেটিকস চট্টগ্রাম বন্দরে

পন্য জালিয়াতি॥ পানির পাম্পের চালানে ৩৭ টন কসমেটিকস চট্টগ্রাম বন্দরে

নিউজ ডেস্কঃ দুই হাজারটি পানির পাম্প আমদানির ঘোষণা দিয়ে ৩৬ হাজার ৯৬৫ কেজি কসমেটিকস সামগ্রী এসেছে বন্দরে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্রান্ডের হেয়ার জেল, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেইস ওয়াশ, প্লেয়িং কার্ড, টুথপেস্ট, টুথব্রাশ, বডি ওয়াশ ইত্যাদি। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চালানটি আটক করে শতভাগ কায়িক পরীক্ষা করে। বুধবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা যায়, ঢাকার চম্পাটুলি লেনের আমদানিকারক অনলি ওয়ান ইন্টারন্যাশনালের (বিন নং-০০০৭৮৯১৯৮) নামে চালানটি চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসে। এটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান উজালা শিপিং লাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি গত ৫ নভেম্বর কাস্টম হাউসে বিল অব এন্ট্রি (সি-১৭০৭১২০) দাখিল করে। কায়িক পরীক্ষায় মোট ৩৬ হাজার ৯৬৫ কেজি কসমেটিকস সামগ্রী এবং ২০২ কেজি (৪৮পিস) পানির পাম্প পাওয়া যায়। এ চালানে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ ১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা। মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকির দায়ে আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মো. নূর উদ্দিন মিলন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন