News71.com
 Bangladesh
 18 Sep 19, 05:45 PM
 65           
 0
 18 Sep 19, 05:45 PM

তিস্তার পানি বিপদসীমার উপরে॥ লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তার পানি বিপদসীমার উপরে॥ লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত

নিউজ ডেস্কঃ উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের বর্ষণের ফলে তিস্তার পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হয়ে গেছে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল। একইসঙ্গে হাতীবান্ধাম উপজেলার ধুবনী গ্রামের বাঁধ ছিড়ে গেছে। সব মিলিয়ে সেখানে এখন পানিবন্দি পরিবারের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৮১ সেন্টিমিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে হঠাৎ তিস্তার পানি প্রবাহ বাড়তে থাকে। যা ক্রমে বেড়ে মঙ্গলবার বিকেলে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও রাত ১২টা থেকে বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তা তীরবর্তী জেলার পাঁচটি উপজেলার প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন