News71.com
 Bangladesh
 18 Sep 19, 11:08 AM
 55           
 0
 18 Sep 19, 11:08 AM

বিএসএমএমইউ’র নতুন ওয়েবসাইট চালু ।। আসছে হেল্পলাইনও

বিএসএমএমইউ’র নতুন ওয়েবসাইট চালু ।। আসছে হেল্পলাইনও

নিউজ ডেস্কঃ চিকিৎসাসেবাকে ডিজিটালাইশনের লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনলাইনে কার্যক্রম পরিচালনা করতে নতুন আধুনিক ও যুগোপযোগী ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) চালু করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে পাঁচ ডিজিটের হেল্পলাইনও খুব শিগগির চালু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে ওয়েবসাইটটির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এসময় তিনি বলেন, অনলাইনেই যাতে রোগীরা বিভিন্ন ধরনের সেবা পান, তা নিশ্চিত করা হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, ছাত্রছাত্রীসহ অন্যান্যরা তাদের প্রয়োজনীয় কার্যক্রম যাতে অনলাইনে সম্পন্ন করতে পারেন ও প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারেন, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে বিএসএমএমইউ’র যাবতীয় কার্যক্রম পেপারলেসসহ ডিজিটালাইজডকরণের বিষয়টি আরও এক ধাপ এগিয়ে গেলো। অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তালিয়ে মিলিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। যাতে করে মানুষ তার প্রয়োজন মতো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অনলাইনে সেবাগুলো নিতে পারেন। এছাড়া রোগী ও সাধারণের সুবিধার্থে শিগগির পাঁচ ডিজিটের হেলপলাইনও চালু করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন